আমরাতো সবাই চাই যাতে আমরা বেশি দিন বাঁচি, আমরা তার জন্য কত চেষ্টা করে থাকি, কত টাকা খরচা করি একটু আয়ু বারানোর জন্য। তবে আপনি জানেন কি এমন একটি ওষুধ বাজারে আসতে চলেছে যেটা খেলে আপনার আয়ু 10 বছর বেড়ে যেতে পারে। শুনে অবাক হয়ে গেলেনতো সবাই? হ্যাঁ এটাই আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।গবেষণায় জানা যায় জিএসকে-3 হল এমন একটি প্রোটিন মলিকিউল যেটি আমাদের আয়ু কমিয়ে দেয়। এতএব এই প্রোটিনটি আমাদের শরীর থেকে কমিয়ে নিলে আয়ু বেড়ে যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন,জিএসকে-3 মলিকিউলের কারনেই আমরা বয়সের সাথে সাথে বুড়িযে যায়।
এই প্রোটিনটি আমাদের শরীর থেকে কমিয়ে দিতে পারলেই গড় আয়ু বেড়ে 110-120 হবে, বর্তমানে এখন আমাদের গড় আয়ু 70-80। বিজ্ঞানীরা নানা গবেষণার পর বলেন,লিথিয়াম নামক এই ড্রাগটি মানব দেহে সঠিক পরিমানে পড়লে জিএসকে-3 কে অনেকটা নিষ্ক্রিয় করে দেবে। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যমন শরীরে ক্লান্তি ভাব থাকবে। বিজ্ঞানীরা এর বিকল্প খোঁজার জন্য চেষ্টা করছে যেটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না।তবে হয়তো আগামী কয়েক দশকের মধ্যে এই ওষুধ হয়তো তৈরি হয়ে যাবে এবং তার জন্য মানুষ তাদের আয়ু 7-10 বছর বাড়াতে পারবে।