এবার কেরালার বন্যার পর ধেয়ে এলো গেরুয়া ঝড়। কিছুদিন আগেই কেরালা বিধ্বংসী বন্যার মধ্যে দিয়ে গেছে ঠিক তখনই কেরালার মানুষ চিনতে পেরেছে তাদের আসল বন্ধু কে আর কারা জনগণের সাথে রাজনীতি করছে। কেরালার বন্যার সময়কালে বামপন্থী ও কংগ্রেসের কার্যকতারা যখন মোদী বিরোধিতা ও মিথ্যা প্রচারে ব্যাস্ত ছিল তখন RSS এর ২০,০০০ সয়ংসেবক বন্যা দুর্গতদের উদ্ধার ও সেবার জন্য নেমেছিল। উদ্ধারকাজ চলার সময় ২ জন সয়ংসেবক প্রাণও হারিয়েছিলেন। এখন যখন কেরালার বিভিন্ন কলেজে নির্বাচন শুরু হয়েছে তখন কেরালার জনগণ বামপন্থী ও কংগ্রেসকে জবাব দিতে শুরু করেছে। কেরালার ৩” কলেজের মোট ৩২ টি আসনের মধ্যে ৩২ টি জিতেছে ABVP দল। বামপন্থী ও কংগ্রেসের এনএসইউআইকে তিন কলেজ থেকে ১০০ শতাংশ উধাও করে দিয়েছে কেরালার ছাত্রছাত্রীরা।
ফলাফল, নালন্দা ইউনিভার্সিটি পেরালার সর্ব মোট সিট ১৪ টি যার মধ্যে ABVP-১৪, লেফট-০০, NSUI-০০, IHRD কলেজ কুম্বলে মোট আসন ১০ যার মধ্যে ABVP-১০, লেফট-০০, NSUI-০০ গোবিন্দ পারে কলেজ মন্জেসর এর মত আসন ৮ যার মধ্যে ABVP-৮, লেফট-০০, NSUI-০০, কেরালার মানুষের দাবি যদি এক্ষণি কেরালায় নির্বাচন হয় তাহলে বামপন্থীরা চিরতরে শেষ হয়ে যাবে দেশ থেকে।