যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল ব্যবস্থা। এবার থেকে অকারণে ট্রেনের চেন টানলে শুধু ৫০০ টাকা নয় দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। আসলে বহু সময় এমনটা দেখা গেছে বিহার এবং উত্তরপ্রদেশে যাতায়াতকারী টেন গুলিতে চেন টানার প্রবণতা অনেক বেশি। যাএীরা নিজেদের গ্রামের কাছে আসার সময় ট্রেন গুলিতে চেন টেনে নেমে পড়েন।অকারণে চেইন টানার জন্য যেমন যাত্রীদের মধ্যে প্যানিক সৃষ্টি হয় তেমনি নষ্ট হয় যাত্রীদের বহু মূল্যবান সময়। জানিয়ে দি ট্রেনের চেইন টেনে থামিয়ে দেওয়ার পর রেল আধিকারিকরা এসে সমস্থ কিছু যাচাই করার পর পুনরায় ট্রেন ছাড়ার অনুমতি দেয় যাতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে যাত্রীদের।
তাই যাত্রীদের সুরক্ষার ও সুবিধার কথা ভেবে এই কড়া পদক্ষেপ ভারতীয় রেলের। এবার দোষীর উপর আরো কড়া পদক্ষেপ নেয়ার জন্য ৫০০ এর বদলে ১০,০০০ টাকা জরিমানা করতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।