Skip to content

আপনি কী জানেন আপনার অজান্তে কী বিপদ ডেকে আনছেন আপনি নিজে।জানতে দেখুন….

আপনি কি জানেন না ? আপনার অজান্তেই আসতে চলেছে বড় বিপদ । দৈনন্দিক জীবন এ ব্যস্ততার মধ্যে কফি বা চা তে এক চুমুক দিতে কারই না ভালো লাগে , কিন্তূ বাইরে চা বা কফি খাওয়া মানেই প্লাস্টিকের কাপ এ খাওয়া।এখনকার দিন এ মাটির ভাঁড়ের বিকল্প হয়ে উঠেছে প্লাস্টিকের কাপ, গবেষকদের মতে প্লাস্টিকের মধ্যে গরম জিনিস খাওয়া একবারে উচিত নয় ।

প্লাস্টিকে থাকে অনেক টক্সিক ।গরম খাবার বা পানিয় প্লাস্টিক এ রাখলে রাসায়নিক বিক্রিয়া ঘটে ওই টক্সিকের সাথে।এই টক্সিক শরীর এ ঢুকলে আমাদের নানা রোগের সমুখীইন হতে হয়। স্ত্রীদের ইজেসট্রোরেন এবং পুরুষ দের শুক্রাণু উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।

কিডনি,লিভার,হার্ট এর ভয়াবহ রোগ হতে পারে ।এমনকি স্ত্রীদের স্তন ক্যান্সার পর্যন্তও হতে পারে এই টক্সিক এর প্রভাবে। এছাড়াও টাইপ-২ ডায়বেটিস,স্তুলতা ইত্যাদি ,নানা রোগের সৃষ্টি হয়।প্লাস্টিকে গলানোর জন্যে যে থেলেট ব্যবহার করা হয় সেটি খুবই ক্ষতিকারক আমাদের শরীরএর জন্যে। প্লাটসটিকে গরম জিনিস খাওয়া থেকে দূরে থাকুন।